< Gratitude

যিকর নং ১২০:


سُبۡحٰنَ رَبِّكَ رَبِّ الۡعِزَّةِ عَمَّا يَصِفُوۡنَ‌ۚ‏ وَسَلٰمٌ عَلَى الۡمُرۡسَلِيۡنَ‌ۚ‏ وَالۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِيۡنَ‌‏

পবিত্রতা আপনার প্রভুর, প্ররাক্রমের প্রভুর, তারা যা বলে তা থেকে (তিনি পবিত্র) এবং সালাম (শান্তি) প্রেরিত পুরুষগণের (রাসূলগণের) উপর এবং প্রশংসা বিশ্বজগতের প্রভু আল্লাহর জন্য।

যয়ীফ হাদীসে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ (স) কখনো কখনো সালাতের শেষে, সালামের পূর্বে বা পরে এ আয়াতগুলো (সূরা সাফ্ফাত ১৮০-১৮২) পাঠ করেছেন বা করতে উৎসাহ দিয়েছেন।