< Gratitude

যিকর নং ১২১:


(أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ) بِسْمِ اللّٰهِ الَّذِيْ لَا إِلٰهَ غَيْرُهُ الرَّحْمٰنِ الرَّحِيْمِ اَللّٰهُمَّ أَذْهِبْ عَنِّي الْهَمَّ وَالْحَزَنَ

আমি সাক্ষ্য প্রদান করছি, আল্লাহ ছাড়া কোনো মা’বুদ নেই, তিনি পরম দয়ালু ও করুণাময়। হে আল্লাহ, আপনি আমার দুশ্চিন্তা ও বেদনা দূর করে দিন।

একটি অত্যন্ত দুর্বল সনদের হাদীসে বর্ণিত, রাসূলুল্লাহ (স) সালাত শেষ করার পরে তাঁর ডান হাত দিয়ে তাঁর মাথা মুছতেন, অন্য বর্ণনায় তিনি ডান হাত দিয়ে তাঁর কপাল মুছতেন এবং এ দু‘আ পাঠ করতেন।