নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘কাসওয়া’ নামক উষ্ট্রীতে আরোহণ করলেন, অবশেষে তিনি যখন মাশ‘আরুল হারামে (মুযদালিফার একটি স্থানে) আসেন, তখন তিনি কিবলামুখী হয়ে দো‘আ করেন এবং তাকবীর বলেন,
اَللّٰهُ أَكْبَرُ
আল্লাহ সবচেয়ে বড়।
আল্লা-হু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করেন,
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ
একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই
লা ইলা-হা ইল্লাল্লা-হ
এবং তাঁর তাওহীদ বা একত্ব ঘোষণা করেন,
اَللّٰهُ اَحَدٌ
আল্লা-হু আহা'দ
তারপর তিনি (আকাশ) পূর্ণ ফর্সা না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করেন। অতঃপর সূর্য উদিত হওয়ার পূর্বেই তিনি মুযদালিফা ত্যাগ করেন।