< Hajj

জামরাসমূহে প্রত্যেক কংকর নিক্ষেপকালে তাকবীর বলা


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জামরায় প্রতিটি কংকর নিক্ষেপের সময় বলতেন,

اَللّٰهُ أَكْبَرُ

আল্লাহ সবচেয়ে বড়।

আল্লা-হু আকবার

অতঃপর কিছুটা অগ্রসর হয়ে কিবলামুখী হয়ে দাঁড়াতেন এবং প্রথম জামরা ও দ্বিতীয় জামরায় দুই হাত উঁচু করে দো‘আ করতেন। কিন্তু জামরাতুল ‘আক্বাবায় প্রতিটি কংকর নিক্ষেপের সময় ‘আল্লাহু আকবার’ বলতেন এবং সেখানে অবস্থান না করে ফিরে আসতেন।