সকাল ও বিকালের যিকরসমূহ #২৬

اَللّٰهُمَّ أَجِرْنِيْ مِنَ النَّارِ

হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।

আল্লা-হুম্মা, আজিরনী মিনান না-র।

হারিস ইবনু মুসলিম (রা) বলেন, রাসূলুল্লাহ (স) আমাকে বলেছেন, তুমি ফজরের সালাতের পরেই (দুনিয়াবী) কথা বলার আগে এ দু‘আ ৭ বার বলবে। যদি তুমি ঐ দিনে মৃত্যুবরণ কর তাহলে আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। অনুরূপভাবে, মাগরিবের সালাতের পরে কথা বলার আগেই এ দু‘আ ৭ বার বলবে। তুমি যদি ঐ রাতে মৃত্যু বরণ কর তাহলে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন।” অধিকাংশ মুহাদ্দিস হাদীসটিকে গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন।