< Morning-evening

যিকর নং ১২২:


اَللّٰهُمَّ اجْعَلْ خَيْرَ عُمْرِيْ آخِرَهُ وَخَيْرَ عَمَلِيْ خَوَاتِمَهُ، وخَيْرَ أَيَّامِيْ يَوْمَ أَلْقَاكَ

হে আল্লাহ, আপনি আমার শেষ জীবনকে আমার জীবনের সর্বোত্তম অংশ, আমার শেষ কর্মগুলোকে জীবনের সর্বোত্তম কর্ম এবং যে দিন আমি আপনার সাক্ষাৎ করব সে দিনটিকে আমার জীবনের শ্রেষ্ঠ দিন করে দিন।

আনাস (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (স) -এর ঠিক পিছনে দাঁড়াতাম। তিনি সালামের পরে এ কথাগুলো বলতেন। হাদীসটির সনদ যয়ীফ। তবে সাধারণ দুআ হিসেবে এ বাক্যগুলো অন্য সনদে বর্ণিত। ইমাম হাইসামীর ব্যাখ্যায় সনদটি গ্রহণযোগ্য বলে প্রতীয়মান। কাজেই মুমিন এ দুআটি সালাতের পরে ও অন্যান্য সকল সময়ে পাঠ করতে পারেন।