رَبَّنَآ اٰتِنَا فِى الدُّنۡيَا حَسَنَةً وَّفِى الۡاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ
হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।
রব্বানায় আ-তিনা-ফিদ্ দুন্ইয়া-হাসানাতাওঁ অফিল্ আ-খিরাতি হাসানাতাওঁ অক্বিনা-‘আযা-বান্না-র।
দোয়ার প্রেক্ষাপট: এটি দুনিয়া-আখিরাত উভয় জগতে সফলতার জন্য মু'মিন ব্যাক্তিদের আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ প্রার্থনা, সহীহ হাদীস থেকে জানা যায়, আনাস (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা.) তাঁর জীবনে অধিকাংশ সময় এ দু'আটি করতেন। -(সহীহ আল-বুখারী-৫ম খন্ড, কিতাবুদ দাওয়াত-দু'আ অধ্যায়, হাদীস নং- ৫৯৪১ এবং সুনান আবু দাউদ-২য় খন্ড, কিতাবুস সালাত অধ্যায়, হাদীস নং-১৫১৯