সিদ্ধান্তে উপনীত বিষয় বাস্তবায়নের জন্য আল্লাহর রহমত এবং সঠিক দিকনির্দেশনার দোয়া [১৮:১০]

رَبَّنَاۤ اٰتِنَا مِنۡ لَّدُنۡكَ رَحۡمَةً وَّهَيِّئۡ لَـنَا مِنۡ اَمۡرِنَا رَشَدًا‏

হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন

রব্বানা য় আ-তিনা-মিল্লাদুন্কা রাহ্মাতাঁও অহাইয়ি লানা- মিন্ আম্রিনা- রশাদা-।

দোয়ার প্রেক্ষাপট: শিরকমুক্ত কতিপয় মুসলিম যুবক (আসহাবে কাহাফ) মুশরিক জাতির চরম অত্যাচার নির্যাতন থেকে মুক্তির লক্ষ্যে গুহায় আত্মগোপনপূর্বক আল্লাহর নিকট এরূপ আশ্রয় প্রার্থনা করলে আল্লাহ তা'আলা তা কবুল করে তাদের পূর্ণ নিরাপত্তা প্রদান করেন।