< Provision

যিকর নং ১০৫


اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রর্থনা করছি কুফরি থেকে ও দারিদ্র্য থেকে এবং আপনার আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে।

আল্লা-হুম্মা, ইন্নী আ‘ঊযু বিকা মিনাল কুফ্রি ওয়াল ফাকরি, ওয়া আ‘ঊযু বিকা মিন ‘আযা-বিল ক্বাব্রি।

আবু বাকরা (রা)-এর ছেলে বলেন, আমার পিতা সালাতের পরে এ দু‘আটি পাঠ করতেন এবং তিনি বলেন: রাসূলুল্লাহ (স) এ দু‘আটি সালাতের পরে পাঠ করতেন, কাজেই তুমি এ দু‘আটি নিয়মিত পড়বে। হাদীসটি সহীহ।