< Provision

যিকর নং ১০৬ :


اَللّٰهُمَّ أَعِنِّيْ عَلَی ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

হে আল্লাহ, আপনি আমাকে আপনার যিকর করতে, শুকর করতে এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে তাওফীক ও ক্ষমতা প্রদান করুন।

আল্লা-হুম্মা, আ‘ইননী ‘আলা- যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ‘ইবা-দাতিকা।

মু’আয (রা) বলেন, রাসূলুল্লাহ (স) আমার হাত ধরে বলেন, “মু’আয, আমি তোমাকে ভালবাসি। ... মু’আয, আমি তোমাকে ওসীয়ত করছি, প্রত্যেক সালাতের পরে এ দু‘আটি বলা কখনো বাদ দিবে না।” হাদীসটি সহীহ।