যখন তোমাদের কেউ আহার শুরু করে তখন সে যেন বলে,
بِسْمِ اللّٰهِ
আল্লাহর নামে।
বিসমিল্লাহ
আর শুরুতে বলতে ভুলে গেলে যেন বলে,
بِسْمِ اللّٰهِ فِيْ أَوَّلِهِ وَآخِرِهِ
এর শুরু ও শেষ আল্লাহ্র নামে।
বিস্মিল্লাহি ফী আওওয়ালিহী ওয়া আখিরিহী