পাপাচারী সম্প্রদায় হতে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া [৫:২৫]

رَبِّ اِنِّىۡ لَاۤ اَمۡلِكُ اِلَّا نَفۡسِىۡ وَاَخِىۡ‌ فَافۡرُقۡ بَيۡنَـنَا وَبَيۡنَ الۡـقَوۡمِ الۡفٰسِقِيۡنَ‏

হে আমার রব, আমি আমার ও আমার ভাই ছাড়া কারো উপরে অধিকার রাখি না। সুতরাং আপনি আমাদের ও ফাসিক কওমের মধ্যে বিচ্ছেদ করে দিন।

রব্বি ইন্নী লা য় আম্লিকু ইল্লা-নাফ্সী অআখী ফাফ্রুক্ব বাইনানা- অবাইনাল্ ক্বাওমিল্ ফা-সিক্বীন্।

দোয়ার প্রেক্ষাপট: হযরত মূসা (আ.) তার জাতির লোকদের আল্লাহর দ্বীনের পক্ষে থাকার আহ্বান জানালে তারা সে আহ্বান প্রত্যাখান করে, তখন মূসা (আ.) আল্লাহর দরবারে অভিযোগের সুরে এরূপ প্রার্থনা করেন। আল্লাহ তা'আলা তাঁর রাসূলের এ দু'আ কবুল করে তাদের দীর্ঘ ৪০(চল্লিশ) বছর পরাধীনতায় আবদ্ধ করে রাখেন এবং তারা তা থেকে মুক্তির জন্য উদভ্রান্তের মত ঘুরে বেড়ালেও রাসূলকে তাদের প্রতি সহানুভূতি, সমবেদনা প্রকাশ করতে নিষেধ করা হয়।