মিথ্যারোপ ও অপবাদ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা [২৩:২৬]

رَبِّ انْصُرۡنِىۡ بِمَا كَذَّبُوۡنِ

হে আমার রব, আমাকে সাহায্য করুন। কেননা তারা আমাকে মিথ্যাবাদী বলেছে

রব্বিন্ র্ছুনী বিমা-কায্যাবূন্

দোয়ার প্রেক্ষাপট: হযরত নূহ (আ.)-কে তাঁর জাতির নেতাদের পক্ষ থেকে মিথ্যাবাদীরূপে সাব্যস্ত করার হীন প্রচেষ্টা করলে তিনি এভাবে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।