শয়তানের উপস্থিতি ও কুমন্ত্রণা হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা [২৩:৯৭-৯৮]

رَّبِّ اَعُوۡذُ بِكَ مِنۡ هَمَزٰتِ الشَّيٰطِيۡنِۙ

হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানাহ চাই

রব্বি আ‘ঊযুবিকা মিন্ হামাযা -তিশ্ শাইয়া-ত্বীন্।

وَاَعُوۡذُ بِكَ رَبِّ اَنۡ يَّحۡضُرُوۡنِ‏

আর হে আমার রব, আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানাহ চাই

অ আ‘ঊ যুবিকা রব্বি আইঁ ইয়াহ্দ্বুরূন্।

দোয়ার প্রেক্ষাপট: সকল মানুষকে শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয়ের ক্ষেত্রে এরূপ প্রার্থনা করতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না। এছাড়া আল-কুরআনে আল্লাহ তা'আলা বলেন- শয়তানের কুমন্ত্রণা যদি তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা কর - (সূরা ৭ আল-আরাফ:২০০) বিশেষভাবে আল-কুরআন তিলওয়াতের শুরুতে অভিশপ্ত শয়তান থেকে তাঁর নিকট আশ্রয় প্রার্থনার বিষয়ে বলেন- 'তুমি যখন কুরআন পাঠ করবে, তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবে'। (সূরা ১৬ আন-নাহল: ৯৮)