পাপাচারী সম্প্রদায় থেকে নিজেকে ও পরিবার-পরিজনকে রক্ষা করার জন্য লুত (আঃ) এর আশ্রয় প্রার্থনা [২৬:১৬৯]

رَبِّ نَجِّنِىۡ وَاَهۡلِىۡ مِمَّا يَعۡمَلُوۡنَ

হে আমার রব, তারা যা করছে, তা থেকে আমাকে ও আমার পরিবার-পরিজনকে তুমি রক্ষা কর

রব্বি নাজ্জ্বিনী অআহ্লী মিম্মা-ইয়া’মালূন্।

দোয়ার প্রেক্ষাপট: জাতির কুকর্মের দায় থেকে নিজেকে ও পরিবারকে রক্ষায় আল্লাহর নিকট হযরত লুত (আ.)-এর করুন আকুতি।