বিশৃঙ্খলা সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা [২৯:৩০]

رَبِّ انْصُرۡنِىۡ عَلَى الۡقَوۡمِ الۡمُفۡسِدِيۡنَ

হে আমার রব, আমাকে সাহায্য করুন ফাসাদ সৃষ্টিকারী কওমের বিরুদ্ধে

ক্ব-লা রব্বিন্ র্ছুনী আ-লাল্ ক্বওমিল্ মুফ্সিদীন্।

দোয়ার প্রেক্ষাপট: হযরত লুত (আ.)-এর কুকর্মকারী জাতি কতৃক তাঁর সত্যায়নের বিপরীতে তাদের উপর শান্তি আনায়নের দাবি করলে হযরত লুত (আ.) আল্লাহর নিকট জাতির বিপক্ষে এভাবে সাহায্য কামনা করেন।