< Refuge

লাইলাতুল ক্বদরের দোআ


اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ(كَرِيْمٌ) تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

হে আল্লাহ, আপনি ক্ষমাশীল (উদার), আপনি ক্ষমা করতে ভালবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন।

আল্লা-হুম্মা, ইন্নাকা ‘আফুওউন্ (কারীমুন) তুহিব্বুল ‘আফ্ওয়া ফা‘অ্ফু ‘আন্নী।

আয়েশা (রা) বলেন, হে আল্লাহর রাসূল, আমি লাইলাতুল কাদর-এ কি দুআ করব? তখন তিনি এ দুআটি শিখিয়ে দেন। হাদীসটি সহীহ। লাইলাতুল কাদর-এ সালাতের সাজদায়, সালামের আগে, সালামের পরে এবং অন্যান্য সকল দিনে ও রাতে সকল সালাতে ও সাধারণ সময়ে দুআটি পাঠ করা যায়।