< Refuge

যিকর নং ১০৪:


رَبِّ قِنِيْ عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ (تَجْمَعُ) عِبَادَكَ

হে আমার প্রভু, আমাকে রক্ষা করুন আপনার শাস্তি থেকে যেদিন আপনি পুনরুত্থিত করবেন আপনার বান্দাগণকে।

রাব্বি ক্বিনী ‘আযা-বাকা ইয়াওমা তাব‘আসু ইবা-দাকা।

বারা ইবনু আযিব (রা) বলেন : “আমরা যখন রাসূলুল্লাহ (স)-এর পিছনে সালাত পড়তাম তখন তাঁর ডান দিকে দাঁড়াতে পছন্দ করতাম। তিনি সালাত শেষে আমাদের দিকে মুখ করে বসতেন। আমি শুনলাম তিনি সালাত শেষে উক্ত দু‘আটি বললেন।”