< Refuge

দুআ-৪


اَللّٰهُمَّ ارْزُقْنِيْ حُبَّكَ وَحُبَّ مَنْ يَنْفَعُنِيْ حُبُّهُ عِنْدَكَ اَللّٰهُمَّ مَا رَزَقْتَنِيْ مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ قُوَّةً لِيْ فِيْمَا تُحِبُّ اَللّٰهُمَّ وَمَا زَوَيْتَ عَنِّيْ مِمَّا أُحِبُّ فَاجْعَلْهُ فَرَاغًا لِيْ فِيْمَا تُحِبُّ

হে আল্লাহ, আপনি আমাকে দান করুন আপনার প্রেম এবং যার প্রেম আপনার কাছে আমার উপকারে আসবে তার প্রেম। হে আল্লাহ, আমার যে কাঙ্খিত বিষয় আপনি আমাকে দান করেছেন আপনি তাকে আপনার প্রিয় বিষয় অর্জনের শক্তিতে রূপান্তরিত করুন। হে আল্লাহ, আর আমার যে কাঙ্খিত বিষয় থেকে আপনি আমাকে বঞ্চিত করেছেন তাকে আপনি আপনার প্রিয় বিষয় অর্জনের অবসরে রূপান্তরিত করুন।

আল্লা-হুর্ম্মা যুক্ক্নী ‘হুব্বাকা ওয়া ‘হুব্বা মান ইয়ান্ফা‘উনী ‘হুব্বুহু ‘ইনদাকা, আল্লা-হুম্মা মা- রাযাক্কতানী মিম্মা- উ'হিব্বু ফাজ্‘আলহু ক্কুওয়াতান্ লী ফীমা- তু'হিব্বু। আল্লা-হুম্মা, ওয়ামা- যাওয়াইতা ‘আন্নী মিম্মা উ'হিব্বু ফাজ‘আল্হু ফারা-‘গান লী ফীমা- তু'হিব্বু।