< Sickness

যিকর নং ৮৮: জানাযার দু‘আ-৩


اَللّٰهُمَّ (إِنَّهُ) عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ وَابْنُ أَمَتِكَ كَانَ يَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا أَنْتَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُوْلُكَ وَأَنْتَ أَعْلَمُ بِهِ اَللّٰهُمَّ إِنْ كَانَ مُحْسِنًا فَزِدْ فِيْ إِحْسَانِهِ وَإِنْ كَانَ مُسِيْئًا فَتَجَاوَزْ عَن سَيِّئَاتِهِ اَللّٰهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ وَلَا تَفْتِنَّا بَعْدَهُ

হে আল্লাহ, এ ব্যক্তি আপনার বান্দা, আপনার বান্দার পুত্র, আপনার বান্দীর পুত্র। সে সাক্ষ্য দিত যে, আপনি ছাড়া কোনো মা’বূদ নেই এবং মুহাম্মাদ () আপনার বান্দা ও আপনার রাসূল। আর আপনি তার বিষয়ে অধিক অবগত। হে আল্লাহ, যদি সে নেককর্মকারী হয়ে থাকে তবে আপনি তার নেকি বৃদ্ধি করে দিন। আর যদি সে পাপাচারী হয়ে থাকে তবে আপনি তার পাপরাশি ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদেরকে তার পুরস্কার থেকে বঞ্চিত করবেন না এবং তার পরে আমাদেরকে ফিতনাগ্রস্থ করবেন না।”

আল্লা-হুম্মা, (ইন্নাহু) ‘আব্দুকা, ওয়াব্নু ‘আব্দিকা, ওয়াব্নু আমাতিকা, কা-না ইয়াশ্হাদু আন লা- ইলা-হা ইল্লা- আন্তা, ওয়া আন্না মু‘হাম্মাদান ‘আব্দুকা ওয়া রাসূলুকা, ওয়া আন্তা আ‘অলামু বিহী। আল্লা-হুম্মা, ইন্ কানা মু‘হ্সিনান ফাযিদ্ ফী ই‘হসা-নিহী, ওয়া ইন্ কা-না মুসীআন ফাতাজা-ওয়ায ‘আন সাইয়িআ-তিহী। আল্লা-হুম্মা লা- তা‘হরিমনা- আজ্রাহু, ওয়ালা- তাফ্তিন্না বা‘অদাহু।

হাদীসটি সহীহ।