আবূ হুরাইরা (রা) বলেন, “রাসূলুল্লাহ স দ্বিপ্রহরের প্রথমেই বেরিয়ে (মসজিদে) আসেন। আমিও এ সময়েই আসি। আমি (তাহিয়্যাতুল মাসজিদ) সালাত আদায় করে বসি। তখন তিনি আমার দিকে তাকিয়ে বলেন, তুমি কি পেটের ব্যাথায় কষ্ট পাচ্ছ? আমি বললাম: হ্যাঁ। তিনি বলেন: তুমি উঠে দাঁড়িয়ে সালাত আদায় কর; কারণ সালাতের মধ্যেই রোগমুক্তি বিদ্যমান।” হাদীসটির সনদ দুর্বল।