< Social

কেউ যদি বলে, ‘আল্লাহ আপনাকে ক্ষমা করুন’, তার জন্য দো‘আ


আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু বলেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম আর তাঁর কাছ থেকে খাবার খেলাম। অতঃপর বললাম,

غَفَرَ اللّٰهُ لَكَ

আল্লাহ আপনাকে ক্ষমা করুন

গাফারাল্লাহু লাকা

অতঃপর তিনি বললেন,

وَلَكَ

আর আপনাকেও।

ওয়া লাকা